শুভ আঢ্য



কমোড ও তৎসংলগ্ন কিছু দুর্গন্ধময় শব্দগুচ্ছ

টপ
টপ
এইমাত্র কিছু জল ভেঙে উঠল
যেমন বেলেপাথর পড়লে অদ্রাব্য ‘সে’গুলো
থিতিয়ে পড়ে ভারী শব্দের মত
কানের তলায় আর বোবা হয়ে ওঠে “ন্যাস্টি”কান

আর জল এবং তার যৌগতা
আষ্টেপৃষ্টে ধরে রেখেছে প্যান, কিছু ক্যামেরার কথা
কিছু কারিগরি সিনেমা কালো ও সাদা এইসব পথ দিয়ে হেঁটে গেছে
একা বা যৌথভাবে এগিয়েছে নর্দমার দিকে, স্বর্গের দিকে
কিছুধরা আছে কোনো লোমশ বা নির্মেদ... Butt
বাট্‌ দ্যাটস নট অনলি দ্য কোয়েশ্চেন
সন ও তারিখের হিসেব শুকিয়ে গিয়েছে যেখানে
সেখানেও বাসি-বাসা-ভালো আর রক্তবাজ্জের হিসেব আর
(বিপরীত ক্রমান্বয় মানেই ক্রমান্বয়হীনতা নয়)
দেওয়াল ভাঙার বাস্তিল পতন
“প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া?”

এখানেই অক্সিজেন নেবার জন্য কালো কাপড়
চেপে বসে আমার নাকের ওপরে সেই অসময়ে
আর সামনের আধফাটা ফাকিং টাইলস
আর তার ওপরের মোটিফ আর তার ওপরের শুকিয়ে যাওয়া গু
আর হরপ্পা মহেঞ্জোদড়ো সব একে একে
এতক্ষণে টয়লেট পেপারে
চেপে বসিয়েছে দাঁত

অতএব এটি যথাযথভাবে একটি প্যানকেক তৈরীর
পোস্ট রি-অ্যাকশন দেবার জায়গা হয়তো বা সেখানে
কিছু অটোপসিও করা হয়ে থাকে!
গুয়াশ পদ্ধতি নিয়ে যা কিছু গ্রাফিত্তি যা কিছু এপ্‌ কালো
তা সবই কোনো না কোনো ছাদে ছাঁদ পড়েই গেছে


এবং

ওই জলের অভাব, আর পুটকি জ্যামের মধ্যে
লেগে থাকা শুয়োরের ভেতরের শিক তার পোঁদের গোলাপী
হারামি মাগীর চিৎকারের মত খানিক
আর হারি হারি মির্চ আর ওই তড়্‌কা আর ট্রেনের দুলুনি

আহা...

এখানে স্বর্গের নীচের কথাই হয়, আণ্ডারলাইনের কথায়
এখানে ট্যাঙ্ক ভর্তি বিলো দ্য বেল্ট কাহিনী
আর ওই ডিজিটাল ওম...

টপ
টপ
ফ্রম দ্য বিলো
টু
টপ
জল ভেঙে ওঠে
হাওয়ায় সু-বাস
বাসযোগ্যহীন সেখানে ঐশ্বরিক সুখ ছায়া ফেলে মুখের ওপর
এমনকী অস্থান কুস্থানেও


পাঠকের মতামতঃ